গলাচিপায় জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ জুলাই, বৃহস্পতিবার, বিকাল ৩ ঘটিকায় গলাচিপা তফসিল অফিস জামে‌ মসজিদের ২য়‌ তলায় "বাংলাদেশ খেলাফত মজলিস" গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন সাহেবের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় শহীদদের 'কবর জিয়ারত ও দু'আ মাহফিল' অনুষ্ঠিত হয়। এরপরে নেতাকর্মীরা প্রথমে শহীদ সাগর গাজীর কবর জিয়ারত করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আব্বাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রহিম, বায়তুলমাল‌ বিষয়ক সম্পাদক হাঃ মাওঃ মাহবুবুর রহমান, জেলা যুব খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মহিউদ্দিন আফসারী‌ এবং গলাচিপা উপজেলার নেতৃবৃন্দ।