গাজায় ইসরায়েলি আগ্রাসন,গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে কোনাবাড়ী আরিফ কলেজ ও মিছির আলী খান মেমোরিয়ালের উদ্যােগে কোনাবাড়ী এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল পালন করা হয়।
এ সময়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি অসংখ্য পেশাজীবিরা স্বতঃস্ফূর্ত ভাবে এ মিছিলে অংশগ্রহণ করেন।
বিশাল এ প্রতিবাদ মিছিল থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা,ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে উঠে আসে বিভিন্ন শ্লোগান।
শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলটি পরে কোনাবাড়ী বাজারের দুই প্রান্তে ঘোরে এসে ফ্লাইওভারে নিচে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেয় হয়। পরে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়,যখন মধ্যপ্রাচ্যের গাজার নিরীহ মানুষের ওপর বর্বর ইসরায়েলের গণহত্যার তান্ডব চলছে।তখন কিছুতেই মুসলিম সংখ্যা গরিষ্ঠ আমাদের বাংলাদেশের মানুষ নিরবতার ভূমিকা পালন করতে পরেনা।এজন্য তাই আজ আমরা ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে এবং কসাই ইসরায়েল কর্তৃপক্ষের অন্যায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনে এ কর্মসূচি পালন করছি।
শিক্ষার্থীরা বলেন,এই মূহুর্তে আমাদের একটাই দাবি গাজার নিরীহ হাজার-হাজার শিশু হত্যা বন্ধ করো এবং অনতিবিলম্বে যুদ্ধ বিরতি পালন করো। অন্যথায় মুসলিম বিশ্ব এক হয়ে তোমাদের এসব অমানবিক ও নির্যাতনের বিরুদ্ধে দাতঁ ভাঙা জবাব দিবে প্রস্তুতি নিবে।
বক্তব্যে এক পর্যায়ে মিছিলের প্রধান সমন্বয়ক মঞ্জুর ফারুখ মিঠুন বলেন,তোমারা যদি ভেবে থাকো গাজাবাসীকে শেষ করে দিবে। তাহলে তোমরা বোকার সঙ্গে আছো। বিশ্ব মুসলিম রাষ্ট্র গুলো যদি এক যুগে তোমাদের এসব বর্বর ও অন্যায় যুদ্ধ প্রতিহতের ঘোষণা দেয়। তাহলে তোমরা পালাবার পথ খুঁজে পাবেনা।
একই সঙ্গে মুসলিম বিশ্বের অন্যতম রাষ্ট্র সৌদি আরবের প্রতি হশিয়ারি দিয়ে মিঠু বলেন,আমরা দেখছি ইসরায়েল যখন নিরীহ ফিলিস্তিনের লাখ-লাখ বাসিন্দাদের বিতাড়িত ও হত্যা করছে। তখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে পুরো মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছেন। অবিলম্বে আপনার এমন নীতি পরিহার করুন। নইলে মুসলিম বিশ্বের জনগণ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবেন।
পূর্ব ঘোষিত ফিলিস্তিনে ইসরায়েলের নির্মমতার বিরুদ্ধে আন্তর্জাতিক জেনারেল স্ট্রাইকের অংশ হিসেবে গাজীপুরের শিল্প নগরী কোনাবাড়ী এবং এর আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকালে ক্লাস বর্জন। পরে বেলা বাড়ার সঙ্গে রাজপথে দুর্বার প্রতিবাদ মিছিল পালন করে।