গাজীপুর মহানগরের বোগরা বাইপাসে গতকাল নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছে শ্রমিকরা আসেপাশে কারখানা ও বন্ধ ঘোষণা।

গাজীপুর মহানগরের বোগরা বাইপাসে গতকাল নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছে শ্রমিকরা আসেপাশে কারখানা ও বন্ধ ঘোষণা।
এখন পর্যন্ত জানা গেছে, গতকাল উক্ত শ্রমিক তার শারীরিক অবস্থার অবনতির জন্য মেডিকেল ছুটি চাইলে দেওয়া হয়নি,পরে তার স্বাস্থ্যের অবনতি হয় এবং মৃত্যু ঘটে।পরে মালিক পক্ষ ধামাচাপা দিতে লাশটি টয়লেটে রাখে,পরবর্তীতে ছাদ থেকে ফেলাই দেয়।
উক্ত গার্মেন্টসটির নাম পেনারোমা গার্মেন্টস। নিহত হওয়া শ্রমিকের নাম এখন পর্যন্ত জানা যায়নি উনি একজন মহিলা ।
পরবর্তীতে আজকে সকালে উক্ত গার্মেন্টসের শ্রমিকরা ঘটনাটি জানে এবং তাদের সহকর্মী নিহতের ঘটনায় তারা বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাস্তায় এসে অনেকগুলো গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়।