গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার দুইটি বস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান—এম এম নিটওয়্যার এবং মামুন নিটওয়্যার—বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার দুইটি বস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান—এম এম নিটওয়্যার এবং মামুন নিটওয়্যার—বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষ ও উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটায় প্রতিষ্ঠানদ্বয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার সকাল ৮টার আগেই কারখানাগুলোর মূল ফটকে সাঁটানো নোটিশে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী ২০১৩ ও ২০১৮) এর ধারা ১৩(১) মোতাবেক প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হচ্ছে। নোটিশ অনুযায়ী, গার্মেন্টস, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকরা গত মঙ্গলবার সকালের শিফটে কারখানায় প্রবেশ করলেও কার্যক্রমে অংশগ্রহণ না করে অযৌক্তিকভাবে কর্মবিরতি পালন করেন এবং কারখানার ভেতরে উচ্ছৃঙ্খল আচরণ করেন। একপর্যায়ে ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উত্থাপিত হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ একাধিকবার কাজ শুরু করতে অনুরোধ জানালেও শ্রমিকরা তা উপেক্ষা করেন বলে দাবি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এবং নিরাপত্তা ঝুঁকির মুখে প্রতিষ্ঠান দুটি গার্মেন্টস বিভাগের সকল সেকশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, “উৎপাদন ব্যাহত ও নিরাপত্তার স্বার্থে ১৩(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।”

শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, “শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সুষ্ঠু সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অচিরেই আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আমরা আশাবাদী।”

বিশ্লেষকদের মতে, গাজীপুরের শিল্প খাতে চলমান উৎপাদন সংকট ও শ্রমিক অসন্তোষ দীর্ঘমেয়াদী হলে দেশের তৈরি পোশাক খাত আরও চাপের মুখে পড়তে পারে। তাই দ্রুত সমাধান ও শ্রমিক-মালিক সংলাপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।