গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থানাধীন হোসেন মার্কেট এলাকার বি এইচ আই এস এ্যাপারেলস লিঃ ফ্যাক্টরটির গতকালের শ্রমিক অসন্তোষ এর কারনে ফ্যাক্টরি কর্তৃপক্ষ অদ্য ১১/০৩/২৫ ইং তারিখ হতে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং গেইটে বন্ধের নোটিশ দিয়ে দেয়। অদ্য সকাল ৭:০০ ঘটিকায় শ্রমিকরা ফ্যাক্টরি গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে আনুমানিক ৫০০-৬০০ জন শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এরপরে উক্ত গার্মেন্টস এর শ্রমিকরা আশেপাশের গার্মেন্টস গুলোর সামনে গিয়ে অন্যান্য গার্মেন্টসের শ্রমিকদের ছুটি দেওয়ার জন্য দাবী জানায় কিছু গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয় কিন্তু গাজীপুরা হপলোন গার্মেন্টস এর সামনে আসলে উক্ত গার্মেন্টস কর্তৃপক্ষ ছুটি দিতে বিলম্ব করায় অন্যান্য গার্মেন্টসের শ্রমিকরা হোপলন গার্মেন্টসের উপর ইটপাটকেল ছুড়তে থাকে ও ফ্যাক্টরির গেট ভাঙ্গার চেষ্টা করে। এ সময় ফ্যাক্টরি নিরাপত্তা কর্মীরা অন্যান্য গার্মেন্টস শ্রমিকদের এই হামলা প্রতিরোধ করার চেষ্টা করলে একপর্যায়ে পরিস্থিতি খারাপ হতে থাকে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।