গাজীপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মাত্র ৫ বছর বয়সী শিশু নাবিলা খানিজ নাবা'র মরদেহ সোমবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নাবা গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তার মরদেহ উদ্ধার হয় নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থানে থাকা বস্তার ভেতর থেকে। শিশুটির মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাবিলার পরিবারের সদস্যরা দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।