গাজীপুরের জেল হাজতে মৃত্যুবরণকারী ইমাম রইস উদ্দিনের স্ত্রীর দায়ের করা এজাহারের ভিত্তিতে পূবাইল থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন পূবাইল থানার (ওসি) আমিরুল ইসলাম।
মামলায় এজাহারনামীয় ১৭ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ( ওসি) আমিরুল ইসলাম জানান, “ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনা তদন্তাধীন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।” প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, বলাৎকারের অভিযোগ তুলে ওই ইমামকে গত ২৭শে এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। এ সময়ে গলায় জুতার মালা দিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুবাইল থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে রাতেই তার মৃত্যু হয়। পরে এ মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে নিহতের পরিবারের।