দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আশাশুনি প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯আগস্ট)বিকাল ৩ টায় উপজেলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব,সাধারণ সম্পাদক এসকে হাসান,সদস্য রাবীদ মাহমুদ চঞ্চল প্রমুখ। বক্তাগন দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার,দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থার দাবী জানান হয়। আর কোন সাংবাদিকের উপর অপরাধীচক্র ও সন্ত্রাসীদের হামলার ঘটনা না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানান হয়।