গাজীপুরের চন্দ্রা এলাকায় সড়কে যান চলাচল ব্যাহত করে যাত্রী উঠানোর সময় পুলিশ বাধা দিলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধার মুখে পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

সংঘর্ষের পরপরই নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) গাজীপুর জেলা টিমের সদস্যরা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি হামলাকারী পরিবহন শ্রমিকদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট গাড়িটিকেও পুলিশের র‍্যাকার দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলনের এক সদস্য বলেন, "আমরা সড়কে শৃঙ্খলা রক্ষায় সর্বদা সচেষ্ট। পুলিশের ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।"

উল্লেখ্য, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরাপদ সড়ক আন্দোলন নিয়মিত কাজ করে যাচ্ছে।