বিভিন্নভাবে জানা গেছে উধুর শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ মন্দিরটি একটি ঐতিহ্যবাহী মন্দির।

বিভিন্নভাবে জানা গেছে উধুর শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ মন্দিরটি একটি ঐতিহ্যবাহী মন্দির। এ মন্দিরটি গাজীপুর মহানগর তথা সারা বাংলাদেশের মধ্যে একটি বিরল ঘটনা। এই মন্দিরের বয়স প্রায় চারশত বছর। বছরে দুবার করে চারবার রথযাত্রার অনুষ্ঠান পৃথিবীতে বিরল ঘটনা। সারা বিশ্বে রথযাত্রা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে কিন্তু এই মন্দিরের রথযাত্রা হয় ভাদ্র ও মাগ মাসের পূর্ণিমা তিথিতে। এটা আর কোথাও খুজে পাওয়া যাবে না। উধুর শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ মন্দির হলো দয়া শেখানো ও দেখানোর প্রকৃত স্থান। এখানে আসলে চিও প্রশান্তি লাভ হয়। অন্তর থেকে ভক্তি সহকারে ভগবানকে ডাকলে তিনি সাড়া দেন। উধুর শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজ হতে প্রায় চারশত বছর পূর্বে। ধীরে ধীরে মন্দির যেমন প্রাচীন হয়েছে,তেমনি গ্রামের জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অজপাড়াগাঁ হিসাবে স্বীকৃত ছিলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ গ্রামটি।বর্তমানে যোগাযোগ ব‍্যবস্হার উন্নতিসহ গ্রামটিতে বিদ্যুতায়ন হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে গ্রামের মন্দিরটিরও আধুনিকায়ন সম্ভব হয়েছে। এ মহতী কাজে যাঁর ভূমিকা অগ্রগণ্য তিনি হলো মন্দির কমিটির সাবেক সভাপতি বাবু অমূল্য চন্দ্র দাস।