সৈকত দাস,গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ডের উধুর গ্রামের এই বাঁশের সেতুর উপর দিয়ে প্রতিদিন আট গ্রামের প্রায় দশ হাজার মানুষ যাতায়াত করে থাকে। এই বাঁশের সেতুটি গাজীপুর সিটি নির্বাচনের সময় তৈরি করা হয় ২০২৪ সালে কিছু দিন আগে এই বাঁশের সেতুটি মাঝখানে ভেঙ্গে যায়। তারপর এলাকার যুবক ছেলেদের উদ্যোগে আবার মেরামত করা হয়। শীতকালে ভালোভাবে সেতুর উপর দিয়ে পাড়াপার হতে পারলেও বর্ষা কালে নৌকা দিয়ে পাড়াপার হতে হয়। বৃষ্টির দিনে আবার নৌকার মাঝি থাকেনা। সেতুর দুই পাশের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি উপর নির্ভরশীল। গ্রাম গুলোতে রাস্তাঘাটের উন্নয়ন হলেও এই আধুনিক যুগে এসে ও বাঁশের সেতুর পরিবতে তৈরী হয়নি গাড়ি যাওয়ার সেতু এই সেতুর জন্য গ্রামের কৃষকদের শাকসবজি নিয়ে যেতে হয় এগারো মাইল পথ পাড়ি দিয়ে যেতে হয় বিভিন্ন শাকসবজির আড়ৎ গুলোতে। বিভিন্ন সময় গাজীপুর মহানগর থেকে সেতু তৈরির কথা দিলের গত দশ বছরের ও বাঁশের সেতুর পরিবর্তে তৈরী হয়নি গাড়ি যাওয়ার সেতু। তাই আট গ্রামের বেশী ভাগ মানুষের দাবি বাঁশের সেতুর পরিবর্তে গাড়ি যাওয়ার সেতু তৈরী করা হক।