বিগত ফ্যাসিস্ট সরকার হটাও আন্দোলনে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে, শহীদ আবুসাঈদ-সহ জুলাই যোদ্ধাদের স্মরণে, জাতীয়তাবাদী যুবদল

গৌরনদী  উপজেলা শাখার 
 উদ্যোগে রোববার বিকেলে ৫ আগস্ট বর্ষপূর্তি পালন উপলক্ষে এক প্রস্তুুতিসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



এতে নেতৃত্ব দেন যুবনেতা শরিফ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদল নেতা  মো. তরিকুল ইসলাম কাফি,পৌর বিএনপি নেতা দুলাল সরদার,হুমায়ন কবির, জাকির আকন, বরিশাল জেলা উত্তর ওলামা দলের সদস্য হাফেজ আমানত শাহ,বরিশাল জেলা উত্তর ছাত্রদলে সহ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, বরিশাল জেলা উত্তর ছাত্রদল নেতা মোঃ ইলিয়াছ,মোঃ রোকন উজ্জামান রোকোর এসময় আরো উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা জামান শরীফ ,মোঃ হাফিজ আকন,মোঃ ইকবাল শরীফ, আজিজুল খন্দকার ,রাসেল রাজ,

মোয়াজ্জেম হোসেন ,মোঃ মামুন, মোঃ সজল মিয়া, মোঃ শহিদুল মৃধা,
মোঃমাসুদ,মোঃরাসেদ, মোঃ মিঠু হাওলাদার,মোঃ, শামিম মোল্লা  মোঃ মিরাজ সিকদার, মোঃসাইফুল বেপারী, সাহাজুল মোল্লা, কাওছার, সাব্বির তালুকদার, ইলিয়াস সরদার-প্রমুখ।