ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনী ৮ ফেব্রুয়ারী ( শনিবার) রাতে অভিযান চালিয়ে ৪ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে আটক করে।আটককৃত মাদক কারবারি ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড়ের আব্দুস সোবহানের ছেলে আবিদ। গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর নামক স্থানে অভিযান চালিয়ে মটর সাইকেল আরোহী আবিদের কাছ থেকে ৪ কেজি গাজা উদ্ধার করে। পরে গাজাসহ আবিদকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়। অভিযানটি পরিচালনা করেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্প ইনচার্জ মেজর নাঈম হাসান। এ ব্যপারে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, আটককৃত আবিদের বিরুদ্বে মাদক আইনে মামলা দায়ের করে রবিবার আদালতে প্রেরণ করা হবে।