সোমবার (৩০ জুন ২০২৫), মেহেরপুর জেলার গাংনী উপজেলা চত্বরে "গ্রিন মেহেরপুর" প্রকল্প এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের উদ্দেশ্যে কাম ফর হিউম্যানিটি (Come For Humanity) -এর সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় ও পরিকল্পনা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রিন মেহেরপুর প্রকল্পের কো-অর্ডিনেটর তুহিন খান। সভায় তিনি প্রকল্পের উদ্দেশ্য, সম্ভাবনা ও আগামীর কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কাম ফর হিউম্যানিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক (সার্বিক) সহকারী শিক্ষক ও সাংবাদিক কায়েস মাহমুদ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা, জলবায়ু সচেতনতা এবং টেকসই উন্নয়নের জন্য আমাদের তরুণ সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। গ্রিন মেহেরপুর প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হতে পারি।”সভায় আরও উপস্থিত ছিলেন, প্রজেক্ট পরিচালনা কমিটির সদস্য ফরিদুল ইসলাম, মো. রিয়াজ, বৃষ্টি মুন্সি, সাইফ আলী এবং অন্যান্য স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন, বৃক্ষরোপণ, জনসচেতনতা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ক্যাম্পেইনের মতো বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়ার পরিকল্পনা গৃহীত হয়।কাম ফর হিউম্যানিটি দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলায় সামাজিক উন্নয়ন, রক্তদান, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক সহচর্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। “গ্রিন মেহেরপুর” প্রকল্প এই ধারাবাহিকতায় একটি পরিবেশবান্ধব উদ্যোগ।