জনদূর্ভোগ নিরসনে জামালপুর শহরের ১নং ওয়ার্ডের ছাতার মোড় আ: রহিম চত্বর থেকে সরকারি গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তা পাকাকরণে দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
আজ মঙ্গলবার(১জুলাই) সকালে পাথালিয়া গজপাড়া বাঁধের মাথায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
পাথালিয়া ফেইজবুক গ্রুপের সদস্য আবু তালেব চানের সভাপতিত্বে মানববন্ধনে জামালপুর শাহ্ জামাল (র:) জেনারেল হাসপাতালে ব্যবস্হাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ এলাকাবাসীর অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জামালপুর ও শেরপুর জেলার হাজার হাজার মানুষ ছাতার মোড় আ: রহিম চত্বর থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত খানাখন্দ কাঁচা রাস্তায় চলাচল করে। কিন্তু দীর্ঘ দিনেও শহরের এই কাঁচা রাস্তাটি পাকা না হওয়ায় এলাকাবাসীর দূর্ভোগ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মানুষের চলাচলের দূর্ভোগের সীমানা থাকে না।
তাই এলাকাবাসী জনদূর্ভোগ লাঘবে শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকাকরণে দাবি জানান প্রশাসনের নিকট।