মাগুরায় চোরাই চারটি মোটরসাইকেল এবং একটি ইজিবাইকসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

মাগুরায় চোরাই চারটি মোটরসাইকেল এবং একটি ইজিবাইকসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। 
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা  মঙ্গলবার দুপুরে মাগুরা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলীর নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুইদিনে চোরাই চারটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এসব মোটরসাইকেল এবং ইজিবাইক চুরির সাথে জড়িত আন্তজেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে ফরিদপুর জেলার কাশিমবাদ গ্রামের সজীব সরকার (২৮), বসুন সিংহদিয়া গ্রামের নূর মোহাম্মদ (৩২),চর বাংরাইল গ্রামের মনোয়ার শেখ (২৩), ঘন শ্যামপুর গ্রামের আসিফ মোল্লা (২২),পরানপুর গ্রামের রাব্বি সিকদার (২১), বাহিরচর গ্রামের আবু হানিফ হিমেল (২১), পাবনা জেলার বাশপাড়া গ্রামের রবিউল ইসলাম (১৬) ও চর মানিকদির গ্রামের আলিম হোসেন (২৩)।
উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে একটি পালসার ও তিনটি ডিসকভার। আটককৃতদের বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে।