চট্টগ্রামের চন্দনাইশে মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন রাজনীতিবিদ শফিকুল ইসলাম রাহী।

আলী ইমরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির।

মেলা উদ্বোধনের দিন এবং শুক্রবার সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় টিকিট কাউন্টারে ও নারী -পুরুষের সমান ভিড় চোখে পরার মতো ছিলো, ছোট এবং বড় সবার মাঝে মেলার আনন্দ দেখা যায়। এছাড়াও মেলাতে ঘুরতে আসে -লোহাগড়া -সাতকানিয়া আমিরাবাদ কেরানিহাট সহ আশেপাশের কয়েকটি জেলা থেকে

চন্দনাইশে প্রথম বারের মতো এতো বড় বাণিজ্য মেলা ও দির্ঘ সময়ের হওয়ায় খুব খুশি হয়েছে বলে জানায় মেলাতে ঘুরতে আসা দর্শনার্থী , এবং মেলাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটিও খেয়াল রাখতে বলে জানায় দর্শনার্থীরা

এছাড়াও আয়োজকদের_ প্রতি বছর যাতে এমন মেলা ধারাহিকতা ভাবে আয়োজন করা হয় ,বলেও জানান দর্শনার্থীরা এবং সব শেষে আয়োজকদের ধন্যবাদ দেন


এ বাণিজ্য মেলায় প্রায় দেড়শ দোকানের বেশি রয়েছে। দোকান গুলোর মধ্যে রয়েছে

সী-ফুড ,পাস ফুড ,ক্রোকারিজ, বিভিন্ন আচার খাদ্য সামগ্রী, তাত বস্ত্র, গার্মেন্টস পণ্য, গিফট কর্ণার, খেলনা সামগ্রীসহ ছোটদের জন্য বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও বিভিন্ন রাইডস রয়েছে।

মেলা আয়োজকের একজন সদস্য
বলেন
আমরা আমাদের চন্দনাইশ উপজেলা ঘিরে নানা ধরনের পরিকল্পনা রয়েছে এবং পরিকল্পনার বাস্তবায়োনের প্রথম ধাপ হিসেবে এই বাণিজ্য মেলা আয়োজন করা এবং আমরা এটিতে সফল হয়েছি। মেলায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় মতো আমরা কঠোর অবস্থায় রয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশ _এবং সিকিউরিটি গার্ড ও পাশাপাশি মোতায়েন করা হয়েছে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।


সকলের জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে, চলবে রাত ১০টা পর্যন্ত।