ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয।

আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ভোলার চরফ্যাশনের ১২ জন যুবক শহীদ হন। তাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই ১২ শহীদের কবরে পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

সকাল ৯ টায় চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ঢাকায় নিহত হওয়া ফজলে রাব্বির কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ও সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করেন। 

এছাড়াও চরফ্যাশনের বাকি ১২ শহীদ মো: হাসনাইন, মোমিন, মো: ফজলু, মো: হাবিব, মো: ওমর ফারুক, মো: সিয়াম, রাকিব মোল্লা, মো: সোহাগ, মো: হোসেন, মো: তারেক, মো: বাহাদুর হোসেন, মনির এর কবরে প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও এই পুষ্প মালা অর্পণ ও কবর জিয়ারত করেন।

এসময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন(চরমোনাই) চরফ্যাশন  উপজেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় শহীদদের স্মরণে একটি বর্ণনাঢ্য গণ মিছিল বের করেন। ভোলার-৪ (চরফ্যাশন -মনপুরার) দলটির মনোনীত প্রার্থী প্রফেসর এম কামাল উদ্দিন এর নেতৃত্বে মিছিল সহকারে সদর রোড হয়ে পুরো সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রায় অর্থ লক্ষ কর্মী সমর্থক মিছিলে অংশ নেয়।