সারা দেশের মতো চরফ্যাশনেও 'জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা।
শনিবার ২৬ জুলাই সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যভিত্তিক মানবিক দর্শন বিষয়ে আলোচনা করা হয়েছে। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে উক্ত অনুষ্ঠানটি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি'র সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, সহকারি কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, জামায়াত ইসলামির প্রতিনিধি এডভোকেট রায়হান, ইসলামি আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মো: আব্বাস উদ্দিন,গণ অধিকার সভাপতি মাসুদ চৌধুরী, বিজেপি সভাপতি সালাউদ্দিন। মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী ও আইসিটি কর্মকর্তা আল মাহমুদ, সিনিয়র সহকারী শিক্ষক শাহাবুদ্দিন সিকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত সকলে সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে শপথ বাক্য পাঠ করেন, যা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়কে তুলে ধরে।
সভায় স্থানীয় বিভিন্ন এনজিও প্রতিনিধি, ১২জন ‘জুলাই যোদ্ধা’পরিবারেরর সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও চরফ্যাশন খাস মহল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সের শিক্ষার্থী, চরফ্যাশন এতিম খানার ছাত্র উপস্থিত ছিলেন ।