ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম মোল্লা। চরভদ্রাসন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে কর্মী সম্মেলন ৩রা আগস্ট বিকাল ৪.০০ ঘটিকায় চরহাজীগঞ্জ বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি শেখ সুলাইমানের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।


কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়েত ইসলামীর জয়েন সেক্রেটারও শ্রমিক কল্যাণ ফেডারেশনের  জেলা শাখার সভাপতি আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামীর  চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতির মুজিবুর রহমান। 
কর্মী সম্মেলন অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সাবেক জামাত ইসলামীর সাধারণ সম্পাদক  আতিকুর রহমান। 
 কর্মী সম্মেলন বক্তব্য রাখেন, জামাত ইসলামীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি মুজিবুর রহমান ওশ্রমিক  কল্যাণ ফেডারেশনের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি শেখ সুলাইমান। 
কর্মী সম্মেলনে প্রধান অতিথি আবুল বাশার বলেন, ইসলামী শাসন ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের প্রতি সকল ভাইদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি শ্রমিক ভাইদের  উদ্দেশ্য বলেন,শ্রমিকের  ঘাম শুকানোর আগে তার মুজুরি প্রদানের নির্দেশ আল্লাহ দিয়েছেন।