শরীয়তপুর জেলার সখিপুর থানার অন্তর্গত চরসেন্সাস ইউনিয়নের মাখন বেপারীর কান্দি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো: ওসমান বালা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শরীয়তপুর জেলার সখিপুর থানার অন্তর্গত চরসেন্সাস ইউনিয়নের মাখন বেপারীর কান্দি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো: ওসমান বালা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই ২০২৫ তারিখ দিবাগত রাতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সখিপুর থানা পুলিশ ওসমান বালাকে হাতেনাতে আটক করে। তিনি নরসিংহপুর (মনা গাজী কান্দি) এলাকার বাসিন্দা ও মো: সেলিম বালার ছেলে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, “আমরা গোপন তথ্যের ভিত্তিতে চরসেন্সাস এলাকায় অভিযান পরিচালনা করি। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকের ব্যবসার অভিযোগ দিয়ে আসছিল। অভিযানকালে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে শরীয়তপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মনা গাজী কান্দি ও আশপাশের এলাকায় কিছু অসাধু ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। পুলিশের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন তারা।

স্থানীয় এক সমাজকর্মী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। পুলিশ যদি নিয়মিতভাবে এমন অভিযান চালায়, তবে এই এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব।”

চরাঞ্চল এলাকায় মাদকের প্রভাব দিন দিন বাড়ছে বলে অভিযোগ রয়েছে। তরুণদের একাংশ এই অবৈধ পন্থায় অর্থ উপার্জনের পথে হাঁটছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ।

পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের কাছে আরও কঠোর নজরদারি ও সুশৃঙ্খল আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।