টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে “কিলার গ্রুপ„ নামক একটি গ্রুপ থেকে চিঠি পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে স্থানীয় তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এছাড়া, এই ঘটনায় জড়িত অপরাধে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার শহরের সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারে পুলিশ গত রাত থেকে অভিযান শুরু করেছিল।
তারা হলেন—আব্দুল্লাহ আল মামুন (২৬), সাব্বির হোসেন (২০), শাহ আলম (৫০), জুবায়ের হোসেন (৫২) ও গোলাম রাব্বানী (৫২)।
তাদের মধ্যে রাব্বানী টাঙ্গাইল শহর বিএনপির আট নম্বর ওয়ার্ডের সভাপতি, আলম একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও জুবায়ের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, বাকি দুইজন তাদের সহযোগী।

এর আগে বৃহস্পতিবার রাতে সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী মো. আজহারুল ইসলামের এক কর্মচারীর হাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চিঠিটি দিয়েছিল। আজহারুল শুক্রবার সকালে চিঠিটি হাতে পান।

চাঁদার টাকা রাখার জন্য একটি বাসা ও গাছের ঠিকানা দেওয়া হয়। তাকে আরও বলা হয়,টাকার ব্যাগ যেন সে একা রেখে যায়। সকল নির্দেশনা কিলার গ্রুপ চিঠিতেই লিখে  দিছিলো।টাকা দিতে ব্যর্থ হলে তাকে হত্যা করা হবে,এ হুমকিও দেওয়া হয়।

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টাংগাইল 'গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।