Tiens Group সারা পৃথিবীর মধ্যে একটি আলোচিত এবং জনপ্রিয় প্রতিস্ঠান।যেটা বাংলাদেশে- তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে পরিচিত।গত ২১ বছর ধরে বাংলাদেশে সফলভাবে বিজনেস পরিচালনা করে যাচ্ছে।
১৪ই মে ২০২৫ তিয়ানশি বাংলাদেশ কোঃলিঃ এর ড্রিমটাচ উইনিং প্রসেস গ্রুপ থেকে মৌলভীবাজার এস.আর.প্লাজার রেস্ট ইন চায়নিজ হলরুমে একটি বিশাল উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
যেখানে অসংখ্য নতুন অতিথি অংশগ্রহণ করে তিয়ানশির কাজের সুযোগ সম্পর্কে জানতে এবং তিয়ানশি মৌলভীবাজার অঞ্চলের অসংখ্য লিডার এবং ডিস্ট্রিবিউটর উপস্হিত ছিলেন।
এই প্রোগ্রামে মৌলভীবাজার অঞ্চল থেকে যারা চায়না ভ্রমণ করে আসছে তাদের সেলিব্রেশন দেওয়া হয়।
এই প্রোগ্রামে প্রধান অতিথি এবং ট্রেইনার হিসেবে উপস্হিত ছিলেনঃ-
মোঃনাসিম আহমেদ(এইট স্টার এবং সিটি লেভেল স্পিকার)
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেনঃ-
১.মোঃআলম হোসাইন(ব্রোন্জ লায়ন)
২. রাজীব কৈরী(এইট স্টার)
৩.ইসহাক আলী(এইট স্টার)
৪.মোস্তফা আহমেদ স্যার
৫.আশিকুর রহমান (সেভেন স্টার)
আরও উপস্থিত ছিলেন অসংখ্য স্থানীয় সফল টিম লিডারগন _তাদের উপস্থিতিতে উদ্দোক্তা সম্মেলনের সৌন্দর্য ফুটে উঠেছে। সব মিলিয়ে সুন্দর এবং প্রানবন্ত একটি উদ্যোক্তা সম্মেলন সম্পূর্ণ হয়েছে।
সবাই তিয়ানশির উদ্যোক্তা সুযোগ গ্রহন করে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং আশেপাশের সবাইকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়ে বাংলাদেশের বেকার সমস্যা দূর করাই ছিলো এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
We believe in change_We believe in Success
Better Tiens_Better Life