ছাতকের নোয়াকোট বিওপি'র আওতায় ছনবাড়ী-বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ২১ নাগরিককে পুশইন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই ) ভোরে নারী-পুরষ,শিশুসহ ২১ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করেন।
ছাতক নোয়াকোট বিওপি'র আওতাধীন ছনবাড়ী-বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি'র একটি টহল দল ভিন্ন- ভিন্ন পরিবারের মোট ২১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি'র টহল দল।
আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৫ জন, নারী ১৪ জন ও শিশু ২ জন। আটক পরিবারের সদস্যরা সবাই সুনামগঞ্জ, সিলেট,সাতক্ষীরা,নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করেছে নোয়াকোট ক্যাম্পের বিজিবি।
আটককৃতরা হলো মোছাঃ মোমেনা খাতুন (৫০), পিতা- রমজান মোল্লা, মোছাঃ আমেনা খাতুন(৪০),পিতা-রমজান মোল্লা,মোছাঃ নাসিমা খাতুন(৩২),পিতা-রমজান মোল্লা মোছাঃ মিম খাতুন(১৯),গ্রাম রামপুর,ডাকঘর- রামপুর, থানা-শার্শা, জেলা- যশোর।
মোঃ আশিকুল(৩৮),পিতা- মকবুল সরদার,মোছাঃ হালিমা (৩৫), পিতা- মনিরুল ইসলাম,গ্রাম বুরদপুর,ডাকঘর- লাঙ্গল দাহা,থানা- কালারুখা,জেলা- সাতক্ষীরা। মোছাঃ নাসিমা খাতুন(৪০),পিতা- ফজর আলী, ময়না খাতুন (২৩), পিতা- শরিফুল মোল্লা, গ্রাম কাউডেগা, ডাকঘর- কেরাগাছি, থানা- কালারুখা,জেলা- সাতক্ষীরা। মোঃ তোফায়েল (১৮), পিতা- হাসান মোল্লা, মোছাঃ লিলিমা খাতুন (৩৬), পিতা- ইদ্রিস,গ্রাম পিরল,ডাকঘর- পিরালী, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
মোঃ হাবিবুল্লাহ (৪২), পিতা-গোলাপ, মোছাঃ মোরশেদা(৩৫), পিতা- আফসার, মোঃ শাহরিয়ার (১৫), পিতা-মোঃ হাবিব উল্লাহ,মোছাঃ হাবিবা(১৩), পিতা- মোঃ হাবিব উল্লাহ, মোঃ নাবিল (৫মাস), পিতা- মোঃ হাবিব উল্লাহ,গ্রাম বাগডাঙ্গি, ডাকঘর-ধুলিয়ার,থানা- সাতক্ষীরা,জেলা- সাতক্ষীরা।
মোছাঃ ফাতেমা(২৫),পিতা মোঃ মোস্তফা, মোঃ রোহান(০৭), পিতা মোঃ বরকত,গ্রাম সাং শিতল বাড়ি, ডাকঘর- পেরুপি, থানা- কালিয়া জেলা- নড়াইল। মোছাঃ তানজিমা (৩০), পিতা-মোঃ জলিল, গ্রাম সেতাই, ডাকঘর-গুগা,থানা- শর্শা জেলা- যশোর।
মোছাঃ সুমি (২৩), পিতা- মোঃ জলিল, গ্রাম- মাতারগ্ৰাম, ডাকঘর-ইছামতী,থানা-জকিগঞ্জ, জেলা- সিলেট। মোছাঃ ফাতেমা (২২), পিতা-শামসুদ্দিন, গ্রাম মুক্তিরগাঁও,ছাতক, সুনামগঞ্জ।মোছাঃ ফাহিমা (২৫),পিতা-শানুর,গ্রাম বদেশপুর, ডাকঘর- হাসমপুর,থানা- মোগলাবাজার,জেলা- সিলেট।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, পুশইনকৃত ২১ জন নারী,পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।