ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে ছাত্রদল ছাত্রলীগকে পুনর্বাসন করছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এর আগে প্রায় ২০টি কমিটিতে ছাত্রদল একই কাজ করেছে। কমিটি দেওয়ার আগে যাচাই-বাছাই করা উচিত। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর দেখা গেছে, অন্তত অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী এতে স্থান পেয়েছেন। ঘোষণার পর তদন্ত কমিটি করা হলেও, সেই কমিটির সদস্য সম্পর্কেও অভিযোগ রয়েছে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকার।”
নরসিংদী জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মুছলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক ড. রেজওয়ানুল হক এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।