নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল কর্মসূচির প্রতিবাদে ও তাদের সকল নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে এবং ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা জনাব জাকারিয়া পিন্টু সহ ৯ জন রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিছিলটি ঈশ্বরদী বাস স্ট্যান্ড থেকে বের হয়ে শহরের ১ নম্বর গেটে পথসভার মধ্য দিয়ে শেষ হয়,
এসময় উপস্থিত ছিলেন,
ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, সোহান কবীর, অপু, মুশফিকুর রহমান রাতুল, অভি, মিনহজ, আশিকুর রহমান মুন্না, তৌহিদুল ইসলাম, ছাব্বির রহমান,
পৌর ছাত্রদল নেতা, নাজমুল হাসান রিসাদ,গোলাম রসুল সাগর, সোলায়মান ইসলাম সাগর, সাহিল রাইয়াত মোহন, লালন হোসাইন, ইসমাইল হোসেন শুভ , খন্দকার শিশির,
কলেজ ছাত্রদল নেতা, মাহ্ মুদুল ইসলাম শাওন, সিজান মোল্লা, মাসুম হোসেন, ওমর শেখ শান্ত, শাকিব হোসেন, সেজান হোসেন,অমি আহাম্মেদ,তালহা হোসেন বিপ্লব সহ আরো অনেকে।