“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”

 এই স্লোগানকে সাথে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী “ফ্রি মেডিকেল ক্যাম্প’২৫” আয়োজন করে ঢাকা কলেজ শাখা।

দিনব্যাপী ‘মেডিসিন ও ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক’দের দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান এবং প্রকাশণা প্রদর্শণী করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস স্যার মেডিকেল সেবা নেওয়ার মাধ্যমে "ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫" উদ্ভাবন করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মেডিকেল ক্যাম্প গুলোতে সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়। বিশেষ করে ডেন্টাল আর মেডিসিন কর্ণার গুলোতে। শিক্ষার্থীরা বিনামূল্যে মেডিকেল সেবা পেয়ে উচ্ছ্বসিত। সাধারণ শিক্ষার্থীরা মনে করে ছাত্রশিবিরের মতো বাকি সক্রিয় রাজনৈতিক দলগুলো ও মহৎ কাজে এগিয়ে আসবে।

 উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক, আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখার সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।