বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বাস্তবায়নে সরকারি কলেজ প্রিন্সিপাল জনাব প্রফেসর এ জেড এম মাঈনুল হোসেনের নিকট ছাত্রশিবিরের দাবি উত্থাপন করে। গতকাল ১৯শে মে সোমবার কলেজ সভাপতি রেদওয়ান হোসাইনের নেতৃত্বে আর উপস্থিত ছিলেন কলেজ সেক্রেটারি আবু তাহের মিসবাহ, ফাহমিদ আল মাহদী, সালেহ উদ্দিন আহমদ মুনাইম, আবু হাসনাত প্রমুখ।
দাবিসমূহ হলো: ১) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আরেকটি বাস সংযুক্ত করতে হবে।
২) রাতের বেলা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ও সৌন্দর্য বর্ধনের জন্য পুরো ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩) জুলাই-২৪ এর ছাত্র-জনতার বিপ্লবকে স্মরণীয় রাখতে ছবি,সাহিত্য, ম্যাগাজিন প্রকাশ করে বছরে অন্তত একবার অনুষ্ঠানের আয়োজন করা।
৪) জুলাই-২৪ বিপ্লবে গণহত্যায় অংশগ্রহণতারী,উস্কানিদাতা,সহযোগিতা ও তাদের সাথে সম্পর্করক্ষাকারী ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
৫) ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলাকালীন সকল ধরনের রাজনৈতিক ও অ-রাজনৈতিক সভা-সমাবেশ ও শোডাউন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬) ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল রোধে নিরাপত্তাব্যবস্থাকে আরোও কঠোর এবং কার্যকর করতে হবে।
৭) ক্যাম্পাসে র্যাগিং,শিক্ষার্থী নিপীড়ন ও জোর করে শিক্ষার্থীদের দলীয় মিছিল-মিটিং ও শোডাউনে অংশগ্রহণ করতে যারা বাধ্য করবে তাদের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
৮) কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি জরুরি হটলাইন নাম্বার চালু করতে হবে এবং ২৪ ঘন্টা সচল রাখতে হবে।
৯) কলেজের ল্যাবরেটরি খাতে পর্যাপ্ত বরাদ্দ বাড়াতে হবে এবং ল্যাবরেটরিগুলোকে আরো সমৃদ্ধশালী করতে হবে।
১০) শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
১১) কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও অংশগ্রহন বাড়াতে মানসম্মত ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা প্রয়োজন।
১২) কলেজ লাইব্রেরীর সংস্কার এবং সেখানে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করতে হবে।
১৩) কলেজে দীর্ঘদিন কাজ করা বেসরকারি কর্মচারীদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।
১৪) কলেজের প্রতিটি ভবনে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।
১৫) ক্যাম্পাসে পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে সংস্কার অথবা প্রয়োজনে পুনঃনির্মানের ব্যবস্থা করতে হবে।
১৬) ক্যাম্পাসে আধুনিক,স্বাস্থ্যসম্মত ও পর্যাপ্ত ওয়াশরুম নিশ্চিত করতে হবে।
১৭) কলেজের অডিটোরিয়ামটি সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।