ছারছিনা দরবার শরীফ ও ঝালকাঠি এনএস কামেল মাদরাসায় আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এর মতবিনিময় সভায় আলেমদের মধ্যে ঐক্যের আহ্বান।

আজ ০২ ডিসেম্বর  রোজ সোমবার বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতে মুসলিহিন এর উদ্যোগে ঝালকাঠি এনএস কামিল মাদরাসার হল রুমে ও বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহর উদ্যোগে  ছারছীনা দরবার শরীফে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা ডাঃ শফিকুর রহমান। ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ এবং আমিরুল মুসলিহিন জনাব খলিলুর রহমান জোরালোভাবে মুসলমানদের ঐক্যের কথা উল্লেখ করেন।এবং ছারছীনা দরবার শরীফের  গদ্দিনিশীল  পিরজাদা আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা, মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন  আমির জামাতকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ওলামায়ে কেরামদের ঐক্যের জন্য  জোরালো আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড: শফিকুর রহমান ঝালকাঠি জেলা জামাতের উদ্যোগে ঝালকাঠি ইশারা করিউনিটি নেটওয়ার্ক সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন - বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য করার জন্য একটি জঙ্গিগোষ্ঠী গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব  করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো: হাফিজুর রহমান।