সিলেট জকিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সিলেট জকিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কংগ্রেসে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক ও স্থানীয় বিশিষ্টজনরা।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মোঃ হাসিবুল আলম শাওন এর  পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিলেটের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রোগ্রাম সিলেট অঞ্চল) মোহাম্মদ নাসিরুদ্দিন, জকিগঞ্জ উপজেলা কুষি অফিসার মো: আব্দুল মোমিন। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ফখর উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সংগঠন ও সামাজিক ব্যক্তিত মোহাম্মদ কয়েছ আহমেদ, জেড টিভি'র নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির,দৈনিক কালের কন্ঠের রিপোর্টার আজাদুর রহমান, কৃষক আব্দুল্লাহ আল জুবেল ও কৃষিণী নাসিমা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা ইকবাল আজাদ বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ প্রযুক্তি, উত্তম কৃষি চর্চা, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। এ ধরনের কংগ্রেসে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ গ্রহণ ও উদ্ভাবনী চর্চায় উৎসাহিত হন।
তিনি আরো বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা গঠন, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, প্রযুক্তি ব্যবহার ও পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)