পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২২ দিনের ছুটি ঘোষণা করেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উপাচার্যের আদেশক্রমে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সই করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ মে (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক দপ্তর, ইনস্টিটিউট ও বিভাগসমূহ ৪ জুন (বুধবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও প্রতি সপ্তাহের নিয়মিত ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হওয়ায় ২৫ মে’র আগে দুই দিন এবং ১২ জুনের পর আরও দুই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সব মিলিয়ে শিক্ষার্থীরা মোট ২২ দিনের ছুটি উপভোগ করবেন। তবে ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবাগুলো চালু থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদ উপলক্ষে ছুটির সময়কাল তুলনামূলকভাবে দীর্ঘ। শিক্ষার্থীদের মাঝে ছুটির এ ঘোষণা স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে।