জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবু রায়হান সিদ্দিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৩ আগস্ট) দুপুরে ভাষা শহীদ রফিক ভবনের সামনে বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যাপক গিয়াস উদ্দিন শুধুমাত্র শিক্ষক নয়, শিক্ষার্থীদের সঙ্গেও স্বৈরাচারী আচরণ করে থাকেন। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে দায়িত্বে থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন,“আমরা যখন যৌক্তিক প্রশ্ন বা সমস্যার সমাধান চাইতে রেজিস্ট্রার স্যারের দপ্তরে যাই, তখন তিনি আমাদের সঙ্গে সহানুভূতির বদলে বিরূপ ও অপমানজনক ভাষায় কথা বলেন। একজন প্রশাসনিক কর্মকর্তার এ ধরনের আচরণ পুরো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে।”
ঘটনার সূত্রপাত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবু রায়হান সিদ্দিককে কেন্দ্র করে। জানা যায়, ইউজিসি ফান্ডেড স্কলারশিপ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ত্রিপক্ষীয় চুক্তিপত্রে রেজিস্ট্রারের স্বাক্ষর নিতে গেলে বারবার হয়রানির শিকার হন তিনি।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শিক্ষক বলেন,“ইউজিসি থেকে আমাকে দ্রুত সময়ে চুক্তিপত্রের প্রক্রিয়া শেষ করতে বলা হয়। আমি আশা করেছিলাম রেজিস্ট্রার মহোদয় সহযোগিতা করবেন। কিন্তু তিনি উল্টো আমার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে বলেন, ‘আরেকবার এভাবে এলে লাঞ্চ করে দিবো।’ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে এমন আচরণে আমি হতবাক ও মর্মাহত।”
শিক্ষার্থীরা জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চেতনা ও আন্দোলনের যে ধারা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা আর কোনো ধরনের প্রশাসনিক স্বেচ্ছাচারিতা মেনে নেবেন না। তারা দ্রুত রেজিস্ট্রার গিয়াস উদ্দিন আহমেদের অপসারণ দাবি করেন এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।