জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট গোলাপগঞ্জ উপজেলার সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২মে) সন্ধ্যা ৭ টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটারিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিয় সভায় কুরআন তেলাওয়াত করেন জাকির আহমেদ এনসিপির সিলেট জেলা সংগঠক শেখ জাবেদ আহমেদ এর সভাপতিত্বে এবং আবুল মনসুর চৌধুরী ও সায়েক আহমদ চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের অর্পিতা শ্যামা দেব, যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি, জাতীয় নাগরিক পার্টি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ,সদস্য কেন্দ্রীয় কমিটি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ কামরুল ইসলাম পাবেল এর পিতা রফিক উদ্দিন, শহীদ গৌছ উদ্দিন এর ভাই আবুল কালাম, আহত প্রতিনিধি রুমন আহমেদ, ওয়াহিদ উমায়ের,ছাত্র প্রতিনিধি মাহফুজ খান, নাইমুর রহমান নয়ন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম,শিব্বির আহমদ,সংগঠক কেন্দ্রীয় কমিটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক উইং,কুড়ার বাজার ডিগ্রি কলেজের ইংরেজির প্রফেসর জনাব রুহুল আমিন,সিলেট জেলা সংগঠক মোহাম্মদ নিজাম উদ্দিন শাহান,আদনান মাহমুদ তামিম,আব্দুর রহিম ফয়সাল আহমদ, সজল আহমেদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতারা দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সুসংগঠিত করার আহ্বান জানান এবং জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই সভার মাধ্যমে এনসিপি সিলেট সদর অঞ্চলে তাদের রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করতে প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে।