জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার মোঃ সাইদুজ্জামান বাবু।
গত শনিবার (১৭ মে) সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়। কমিটিতে মোঃ সাইদুজ্জামান বাবু সংগঠক হিসেবে স্থান পেয়েছেন।
এর আগে গত শুক্রবার (১৬ মে)রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় যুব শক্তি। ওইদিন আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটিতে সাইদুজ্জামান কে সংগঠক করায়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত সংগঠক মোঃ সাইদুজ্জামান বাবু বলেন, যুব শক্তি এদেশের তরুনদেরকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষে কাজ করে যাবে।
প্রসঙ্গত, সাইদুজ্জামান বাবু নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। জুলাই আন্দোলনে তিনি একজন সম্মুখ সাড়ির যোদ্ধা ছিলেন।