জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনে ১,৮১৪টি আসনের বিপরীতে এবছর মোট আবেদন পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি। ফলে এবার প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ১৪৫ জন শিক্ষার্থী।
সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা তথ্যটি নিশ্চিত করেন।
ইউনিট ভিত্তিক আবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে লড়বেন ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৭৪টি। ‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৭টি। ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮৩টি। ‘আইবিএ-জেইউ’এ ৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি।
এছাড়াও সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে যেখানে ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এই ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে লড়াই করবেন ৭৩ হাজার ১৬৯ শিক্ষার্থী।
পোষ্য কোটার ব্যাপারে জানতে চাইলে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আলী রেজা জানান, পোষ্য কোটার বিষয়টি ভর্তি পরীক্ষার সাথে সম্পর্কিত না হলেও এবারও থাকছে প্রতি বিভাগে সর্বোচ্চ চারজন করে পোষ্য কোটায় ভর্তির সুযোগ। তবে পূর্বে পোষ্য কোটায় ভর্তির জন্য ৩৩ নম্বর পেয়ে পাশ করার বিধান থাকলেও এবার সেটি বাড়িয়ে ৩৫ নম্বর করা হয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব। এছাড়াও ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ আগামী ২৯ জানুয়ারি ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির মিটিংয়ের পর জানানো হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় ৮০ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে ৫৫ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। ওএমআর পূরণের জন্য অতিরিক্ত ৫ মিনিট সময় দেওয়া হবে। ‘সি-১’ ইউনিটভুক্ত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার্থীরা আগামী ০২/০২/২০২৫ তারিখ থেকে ওয়েবসাইট হতে প্রবেশপথ ডাউনলোড করতে পারবে বলে জানা যায়।