গত ২৬ জুন ঘোষিত জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির বিরুদ্ধে আজ ৩০ জুন তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয়েছে নূরুল মোমিন আকন্দ কাউসারকে এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মঞ্জুরুল করিম সুমন। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের একাধিক সাবেক নেতা তাদের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী বলেন, ২৬ জুন যিনি আহ্বায়ক হয়েছেন, তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি স্বেচ্ছাসেবক দলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও লুটপাটে জড়িত হয়েছেন। এমনকি তিনি আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কাজ করছেন।
অন্যদিকে, কমিটির সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক এ এস এম মিজানুর রহমান মিলন বলেন, সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি জামালপুর রেলস্টেশন এলাকায় একটি আবাসিক হোটেলের ব্যবসা পরিচালনা করেন এবং আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার পেছনে সক্রিয় রয়েছেন।
বক্তারা এ ধরনের বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের দ্বারা গঠিত কমিটিকে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেন এবং অবিলম্বে এই কমিটি বাতিল করে দলীয় আদর্শে বিশ্বাসী, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।