জামালপুরে ১৫(জুলাই)কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ দুপুরে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসুচির আয়োজন করে।

 বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসারের  সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ সায়েম মনোয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজুরুল করিম সুমন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোস্তফা  মুকুল প্রমূখ।এ সময় বক্তারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপায় বিএনপির উপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভূত্থ্যানের পটভূমি তৈরি হয়েছিলো। এখন যারা তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে রাজপথে তাদের জবাব দেয়া হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।