জামালপুরে জুলাই অভ্যুত্থানে সাংবাদিক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফোয়াদ রেদোয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস, সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত শহীদ পিংকিসহ আরো অনেকে।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না ঘটলে নতুন বাংলাদেশের সৃষ্টি হতো না। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব ছিল না। এখন আমাদের সবার দায়িত্ব মিলেমিশে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।