যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ২৪এর গন অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা আগস্ট (সোমবার) বিকালে ঝিকরগাছা বাস স্ট্যান্ড ব্রীজ সংলগ্নে গণসমাবেশের সভাপতিত্বে করেন, ঝিকরগাছা উপজেলা আমীর মাও. আব্দুল আলীম।
জামায়াতে ইসলামী এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে না কমবে।জামায়াতে ইসলামী এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এদেশে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ। সকল নেতাকর্মীরদের উদ্দেশ্য আগামীর নির্বাচনে সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচনে বিজয় আনতে সহযোগিতা প্রত্যাশা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, প্রশাসনকে উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের প্রশাসন অসহায়, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী অসহায়।যারা থানা ঘেরাও করে আসামি মুক্ত করে এবং পুলিশ কিছু করতে পারে না সে পুলিশ দ্বারা বাংলাদেশ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের শীর্ষ ১১জন নেতাকর্মীদের হত্যা করা হয়েছে।
জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন,এদেশে একটি দেশপ্রেমিক দল আছে সেটি হচ্ছে জামায়াত।
উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক হারুন অর রশিদ, পৌর আমীর আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,
নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক,মনিরুজ্জামান সুমন,জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ।