পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে一 একই পরিবারের চারজনকে চেতনানাশক স্প্রে করে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ভুক্তভোগীরা হলেন—মো. সহিদুল ইসলাম মীর (৪৮), তার স্ত্রী মোসা. আকলিমা বেগম (৪২), মা লালবানু (৮৫) এবং ছেলে মো. সানাউল্লাহ (২০)। বর্তমানে তারা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সহিদুল ইসলাম প্রতিবেদককে  জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে কেউ ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের অন্য সদস্যদের। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। এ সময় হঠাৎ করে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে দেখতে পান, শরীরে অসুস্থতা অনুভব করছেন এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা মূল গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে কোরবানির গরু কেনার জন্য জমা রাখা দুই লাখ টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম প্রতিবেদককে  বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অচিরেই দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, সম্প্রতি কলাপাড়ার বিভিন্ন এলাকায় বাড়ছে চুরি ও ডাকাতির ঘটনা। এতে করে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ও নিরাপত্তা-হীনতার আশঙ্কা