পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ির ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মৃধা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মৃধার বাড়ি পাশের আমতলী উপজেলার সেকান্দারলী গ্রামে। তিনি নিজাম মৃধার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্বশুর আবুল কালামের ঘরটি নিচু হওয়ায় সেটি উঁচু করার কাজ চলছিল। ওই কাজে অন্যান্যদের সঙ্গে যুক্ত ছিলেন জামাতা ইমনও। একপর্যায়ে ঘরের টিনের চাল কোনোভাবে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ইমন বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”