শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ ও মহিলা কলেজের অধ্যক্ষবৃন্দ, সদর উপজেলার নির্বাহী অফিসার, শহীদ মাহবুব আলমের শিক্ষক, সাংবাদিক এবং সুধীজনেরা।
অনুষ্ঠানে বক্তারা শহীদ মাহবুব আলমের বীরত্ব, আদর্শ ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শহীদ মাহবুব আলমসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শহীদ মাহবুব আলমের সমাধি পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করেন এবং আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।