আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে বৃহত্তর ওলামা-মাশায়েখদের এক আলোচনা সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের জোর দাবি উঠেছে। তবে এই ঐক্যের সুরের মধ্যেই জামায়াতে ইসলামী নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সোমবার (৪ আগস্ট) বিকেলে নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা ক্লাব মিলনায়তনে "আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়" শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর ফটিকছড়ির ওলামা-মাশায়েখদের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির ও জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের পরিচালক আল্লামা বাবুনগরী বলেন, "আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।" তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, বরং তারা মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তার এই বক্তব্যের সময় উপস্থিত জনতা স্লোগান দিয়ে সমর্থন জানায়।
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যখন বিভিন্ন ইসলামী দল ও জোটের মধ্যে ঐক্যের আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে হেফাজত আমিরের এই বক্তব্যকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মুফতি হাবিবুর রহমান, মুফতি হাবিবুর রহমান কাশেমী এবং মাওলানা ইয়াহইয়াসহ অন্য বক্তারা তাদের বক্তব্যে বৃহত্তর ফটিকছড়ির উন্নয়নে ওলামায়ে কেরামের ভূমিকার কথা তুলে ধরেন এবং রাজনৈতিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বৃহত্তর ফটিকছড়ির বিভিন্ন কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক, হেফাজতে ইসলাম, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এবং বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধি, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন বৃহত্তর ফটিকছড়ির সকল কওমি মাদ্রাসার মুহতামিম, নায়েবে মুহতামিম এবং বিভিন্ন ইসলামী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা।