খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সোমবার ৪ আগষ্ট দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও বাজার এবং আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে।
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ঘটনা উদ্যোগ জনক হারে বৃদ্ধি পেয়েছে এছাড়াও মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষিতে জড়িদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।
দিঘলিয়া থানা অফিসার্স ইনচার্জ এইচ এম শাহিন বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।
তিমি আরো বলেন, দিঘলিয়া উপজেলাকে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ।
তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তি প্রিয় প্রতিটি মানুষের সহযোগিতা কামনা করেছেন।
ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায়
যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।