৩ আগস্ট রবিবার পিরোজপুর জেলার, ইন্দুরকানী উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের (উত্তরকান্দা) আব্দুল হাই খাঁন (৪৪) পিতা মাওলানা আশরাফ আলী খাঁন এর উপর সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিম বালিপাড়া চৌকিদার হাট সংযোগ ব্রিজের উপর দুর্বৃত্তরা নৃ'শং'স এই হামলা করে। সন্ত্রাসীদের হামলায় হাত পা সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক রকম যখম হয় ।বর্তমানে তিনি খুলনায় চিকিৎসাধীন আছেন। হামলার কারণ হিসেবে জানা যায় কয়েকদিন আগে মাদক সেবী ও মাদক কারবারীদের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এর জের ধরে তিনি হামলার শিকার হন। উল্লেখ্য যে উক্ত এলাকাটি বর্তমানে মাদক ব্যবসায়ীদের একটি নিরাপদ স্থানে পরিণত হয়েছে। কারণ পশ্চিম বালিপাড়া এবং চৌকিদার হাটের এই সংযোগ ব্রীজটি পিরোজপুর এবং মোড়েল গঞ্জ উপজেলা সহ বাগেরহাট জেলার সংযোগস্হল হওয়ায় মাদককারবারীদের নিরাপদ রুট এটা। বিগত ৫ বছর যাবৎ তেজগাঁও এর শ্রমিকলীগের যুগ্ম সেক্রেটারী ভাঙ্গারী ব্যবসায়ী জসিম হাওলাদার (৪০) পিতা আব্দুস সাত্তার হাওলাদার দেশের বিভিন্ন এলাকাসহ ইন্দুরকানী উপজেলার মাদক ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করছে। প্রত্যেক বাড়ীর তরুন এবং যুবকদের হাতে গাঁজা, ইয়াবা সহ মাদকদ্রব্য তুলে দিয়েছে। বর্তমানে এই জসিম বালিপাড়ায় প্রায় অর্ধকোটি টাকা ব্যবসা পরিচালনার নামে বিভিন্নজনকে দাদন দিয়েছে। তার পরোক্ষ মদদে এই হামলার ঘটনা ঘটে বলে অনেকে ধারণা করেন। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলছে না। বর্তমানে নাশকতা সহ বিভিন্ন মামলায় জসিম জেলে আছে। এভাবে চলতে থাকলে বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হবে। প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবি উক্ত ঘটনার সঠিক বিচার এবং মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। জিয়ানগর থানার ওসি বলেন আমরা এখন পর্যন্ত কোনোঅভিযোগ পাইনি, ভিকটিম হসপিটালে ভর্তি আছে অভিযোগ পাইলে ব্যবস্থা গ্রহণ করব।