আজ ৫ আগস্ট ২০২৫, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্ররা। আলোচনা সভায় বক্তারা ৫ আগস্ট ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, তাৎপর্য ও বর্তমান প্রজন্মের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তারা বলেন, এই দিনটি ছিল একটি সাহসী অধ্যায়, যেখানে ছাত্র-জনতা দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় একত্রিত হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই আন্দোলনের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজনে: উপজেলা প্রশাসন, মাধবপুর, হবিগঞ্জ।