অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্ররা। আলোচনা সভায় বক্তারা ৫ আগস্ট ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, তাৎপর্য ও বর্তমান প্রজন্মের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তারা বলেন, এই দিনটি ছিল একটি সাহসী অধ্যায়, যেখানে ছাত্র-জনতা দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় একত্রিত হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই আন্দোলনের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন, মাধবপুর, হবিগঞ্জ।