ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে ছাত্র দলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকালে  উপজেলার  সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে এটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলে সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) আসনের বিএপির মনোনয়ন প্রত্যাসী গোলাম আজম সৈকত।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক মো. খায়রুল আলম খোকন, শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক মো. ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া শাখা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির।

উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. মিজানুর রহমান আকন, এছাড়াও  যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আ. মালেক, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম শহিদ। ছাত্র নেতা হেলাল জমাদ্দার,রিয়াজ ইসলাম রাজসহ উক্ত কলেজের সভাপতি সৈকত রয় ও সাধারণ সম্পাদক অন্তর। 

 “দেশের বাতাস, দেশের মাটি – গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জনাব গোলাম আজম সৈকত।

কর্মসূচির আয়োজনে সহায়তা করে কাঠালিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ শাখা ছাত্রদল। বৃক্ষরোপণ অনুষ্ঠানে ছাত্রদল নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলার নির্মাণে ছাত্রসমাজের দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।