ঝিকরগাছায় বাল্যবিবাহ ও পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে কমিউনিটি লিডারদের সমন্বয়ে ওয়ার্ড কমিটি গঠন ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 


শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে ও এমআইএসইআরইওআর এর অর্থায়নে সোমবার (০৪ আগষ্ট) সকালে গদখালী ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত কমিটি গঠন ও প্রশিক্ষণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন,  ইউপি চেয়ারম্যান প্রিন্স আহমেদ।


 অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শিশু নিলয় ফাউন্ডেশনের  প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আনারুল ইসলাম রিফার, তোফাজ্জেল হোসেন, আজিম উদ্দিন, আবুল কাশেম ও সামছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, শিশু নিলয় ফাউন্ডেশনের  ফ্লিল্ড অফিসার হোসনে আরা খাতুন, ফিল্ড অফিসার যাকব বিশ্বাস, অফিস সহকারী রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে ৫০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন। পরে ১,৩,৫,৬,৮ ও ৯ নং ওয়াডে ৭সদস্য বিশিষ্ট করে কমিটি গঠন করা হয়।


 গঠিত কমিটি বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রশিক্ষক ও নিশু নিলয় ফাউন্ডেশনের প্রকল্পের প্রোগ্রামা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন জানান।