মৃত ছেলের নাম রিফাত,পিতা:মোহাম্মদ শরীফ মাতা: শিউলি বেগম বয়স:৬ বছর,স্থায়ী ঠিকানা:গ্রাম ওহিদপুর থানা : কোম্পানীগঞ্জ জেলা: কুমিল্লা বর্তমান ঠিকানা:গ্রাম - কাজী মিজানের বাড়ি, ৫০ নং ওয়ার্ড,গাজীপুরা, টঙ্গি পূর্ব,গাজীপুর সিটি কর্পোরেশনছেলেটি আনুমানিক পৌনে তিনটার দিকে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে গোসল করতে এসে পানিতে ডুবে মারা যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর পেলে ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন উর রশিদ লোক দিয়ে মাছ ধরার জাল দিয়ে ছেলেটিকে উদ্ধার করেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে এবং মামলার প্রত্যেকটি মসজিদে মাইকিং করে জানিয়ে দেয়া হয় পরবর্তীতে গার্জিয়ানের সংবাদ পাওয়া যায় এবং তাদের কাছে হস্তান্তর করা হয়নি। ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুনুর রশিদ ছেলেটির দাফন কাফনের ব্যবস্থা করে দেন তার সাথে আরো ছিলেন কাজী মামুন,কাজী বদরুজ্জামান মুন্না, কাজী হযরত আলী, জুবায়ের মোস্তফা তুলিপ সহ অনেকেই।