গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় মর্মান্তিক এক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাসায় ঘরে থাকা বঁটি দিয়ে নিজের দুই সন্তান—মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪)কে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তাদের মা সালেহা বেগম। ঘটনার পর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তানদের হত্যার কথা স্বীকার করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার সময় ফ্ল্যাটে সালেহা ছাড়া আর কেউ প্রবেশ করেনি। ঘটনার পর তিনি নিজেই তার দেবরদের ডেকে আনেন এবং তার হাতে কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ তৈরি হয়। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বঁটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত শিশুদের বাবা আবদুল বাতেন মিয়া বলেন, “আমি অন্য কাউকে সন্দেহ করছি না। আমার স্ত্রীর কিছু মানসিক সমস্যা ছিল। সে মাঝে মাঝে একা থাকতে চাইতো, সন্তানদের সঙ্গেও বিরক্ত হতো।”
পারিবারিক সূত্রে জানা যায়, সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেন সমস্যায় ভুগছিলেন। তবে তার মানসিক কোনো সমস্যা ছিল কিনা, তা নিশ্চিতভাবে বলা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হত্যা কোনোভাবেই বোধগম্য নয়—এমন মন্তব্য করেছেন প্রতিবেশীরাও। দুই শিশুর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।